স্বচ্ছতার নিরিখে সারা ভারতে পঞ্চম ও রাজ্যের প্রথম স্থানে রয়েছে দুর্গাপুর রেল স্টেশন। সেই গৌরব ধরে রাখতে পূর্ব রেল বিভিন্ন উদ্যোগ নিয়েছে। ১৬-৩১ আগস্ট রেলের স্বচ্ছ সপ্তাহ পালন করা হচ্ছে সারা ভারত জুড়ে। স্বাভাবিক ভাবেই দুর্গাপুর রেল স্টেশনের অর্জিত গৌরব ধরে রাখার পাশাপাশি আরও এগিয়ে যাওয়ার লক্ষ্যে আসানসোল ডিভিশনের রেলওয়ে ম্যানেজার প্রশান্ত কুমার মিশ্র রেলের উচ্চ পদস্থ অধিকারিকদের নিয়ে শনিবার দুর্গাপুর স্টেশনের স্বচ্ছতা পরিদর্শন করে গেলেন।
এদিন দুর্গাপুর রেল স্টেশনের চতুর্দিক ঘুরে দেখেন রেলওয়ে ডিভিশনাল ম্যানেজার প্রশান্ত কুমার মিশ্র। দুর্গাপুর রেল স্টেশনটির সৌন্দর্য্য আরও কিভাবে বাড়ান যায় সেই পরামর্শ দেন রেলের আধিকারিকদের। একই সঙ্গে তিনি স্টেশনের বিভিন্ন স্টলে খাবারের মান উন্নয়নে স্টলের মালিকদের স্বাস্থ্য বিধি মেনে ব্যবসা করার পরামর্শ দেন। প্ল্যাটফর্মের দোকানদারদের হাতে হ্যান্ড গ্লাভস ও হ্যান্ড ওয়াশ ব্যাবহার করার নির্দেশ দেন প্রশান্ত কুমার মিশ্র। এদিন স্বাস্থ্য বিধি না মানায় দুর্গাপুর রেল স্টেশনের ৪ নং প্ল্যাটফর্মের একটি চা স্টলের মালিককে ৫০০ টাকা জরিমানা করার নির্দেশ দেন রেলের আধিকারিকদের। এদিন রেলের স্বচ্ছ সপ্তাহ পালনে ভারত সেবাশ্রম সংঘ, প্রণবানন্দ স্কুল ও মানকরের একটি স্কুলের এনসিসি ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করেন।