অন্ডাল গ্রাম পঞ্চায়েত ও শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েত যৌথ ভাবে কর্মসংস্থানের লক্ষ্যে ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরি করার জন্য কারখানার উদ্বোধন করল। স্থানীয় ডিভিসি তাপ বিদ্যুৎ কেন্দ্রর ফ্লাই অ্যাশ থেকেই ইট তৈরি হবে বলে জানা গেছে। শুক্রবার অন্ডালের কুটিরডাঙ্গায় ফ্লাই অ্যাশ থেকে ইট তৈরির কারখানার উদ্বোধন করেন মহকুমাশাসক শঙ্খ সাঁতরা। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সভাধিপতি বিশ্বনাথ বাউরী, অন্ডালের বিডিও ডা. মানস কুমার পান্ডা, অন্ডাল পঞ্চায়েত সমিতির সভাপতি কালোবরণ মন্ডল, শ্রীরামপুর পঞ্চায়েত প্রধান সুমিত্রা বাউরী সহ অন্ডালের পুলিশ আধিকারিক ও ডিভিসির আধিকারিকরা। জানা গেছে, প্রায় দেড়শ জনের কর্মসংস্থান হবে এই কারখানায়। জব কার্ড হোল্ডাররাই এখানে কাজ করবেন।

Like Us On Facebook