বুধবার সকালে দুর্গাপুরের ডিপিএল কারখানার সামনের রাস্তায় একটি মোবাইল টাওয়ার কোম্পানির মাটির নীচ দিয়ে ফাইবার অপটিক কেবল পাতার জন্য ব্যবহৃত ড্রিলিং মেশিনকে একটি ট্রাক ধাক্কা মরলে ড্রিলিং মেশিনটি উল্টে যায়।
এর ফলে মেশিন থেকে রাস্তায় তেল পড়ে বিপত্তি ঘটে। এর ফলে ডিভিসি থেকে দুর্গাপুর রেলস্টেশন অভিমূখী এই ব্যস্ত রাস্তায় ছোট বড় সমস্ত গাড়ি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। গাড়ি গুলি ঘুর পথে চলাচল করতে থাকে। পরে পুলিশ এসে ক্রেন দিয়ে মেশিনটিকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং রাস্তায় বালি ছড়িয়ে রাস্তাটিকে যান চলাচলের জন্য স্বাভাবিক করে।
Like Us On Facebook