মুর্শিদাবাদের দৌলতাবাদে ভয়াবহ বাস দুর্ঘটনার জেরে পূর্ব বর্ধমান জেলাতেও বেশ কিছু সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হল। বুধবারই পূর্ব বর্ধমান জেলা প্রশাসন জেলার রোড সেফটি কমিটির বৈঠকে এব্যাপারে কিছু সিদ্ধান্তও গৃহিত হল।
জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, মুর্শিদাবাদের দুর্ঘটনার জেরে কয়েকটি সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ভ্যানরিক্সাগুলিতে বাধ্যতামূলকভাবে সামনে ও পিছনে রিফ্লেকটর লাগাতে হবে, যাতে রাতেও বোঝা যায়। বর্ধমান রেলওয়ে ওভারব্রিজ সহ বিভিন্ন ব্রিজের পরিস্থিতি খতিয়ে দেখতে বলা হয়েছে পূর্ত দপ্তরকে। বর্ধমানের দামোদরের উপর কৃষক সেতুর পরিস্থিতি এবং রাত্রিকালীন আলোর পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করার জন্য পূর্ত দপ্তরকে এদিন নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলিতে কিভাবে গতি ও যান নিয়ন্ত্রণ করা যায় সেব্যাপারে রোড সেফটি কমিটিকে দ্রুত দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এরই পাশাপাশি প্রতিটি মহকুমা এবং ব্লকগুলিতেও বিপর্যয় মোকাবিলা দপ্তরকে সতর্ক করা হয়েছে। প্রয়োজনে যাতে এই ধরণের কোন ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় এবং নিজেদের মধ্যে সুষ্ঠ সমন্বয় গড়ে তোলা যায় সে ব্যাপারেও ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।