এফসিবিএ'র পক্ষ থেকে দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান অনুপ কুমার রায়, ভাইস চেয়ারম্যান অভিজিৎ বসু, সিইও রাজলক্ষ্মী সিং সহ অন্যান্য বোর্ড অফ্ ডাইরেক্টরদের হাতে ট্রফি তুলে দেওয়া হচ্ছে

dps-bank-trophyজাতীয় স্তরের বিশেষ সম্মান পেল দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক। সমবায় ব্যাঙ্ক পরিচালনায় বিশেষ দক্ষতার জন্য Small UCB (Urban Cooperative Bank) বিভাগের দু’টি শ্রেষ্ঠ জাতীয় স্তরের সম্মান অর্জন করে দুর্গাপুরের এই সমবায় ব্যাঙ্ক। একটি হল ‘Best Youth CEO’ এবং অন্যটি ‘Best NPA Management’। দিল্লিতে অনুষ্ঠিত গত ১৭-১৮ সেপ্টেম্বর দুই দিনের এক সম্মেলনে Frontiers in Cooperative Banking Awards(FCBA) ও National Cooperative Banking Summit(NCBS) এই পুরস্কার দেয়।

জানা গিয়েছে ভারতের প্রায় ৪০০ সমবায় ব্যাঙ্ক বিভিন্ন বিভাগে তাদের মনোনয়ন জমা দেয়। ৯০টি ব্যাঙ্ক বিভিন্ন পুরস্কার প্রাপ্তির জন্য বিবেচিত হয়। তার মধ্যে পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র UCB হিসাবে দুর্গাপুরের স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক এই অনন্য সম্মান পায়।

১৯৯৭ সালে প্রতিষ্ঠার পর থেকে একের পর এক সাফল্য অর্জন করে এই ব্যাঙ্ক আজ দক্ষিণবঙ্গের অন্যতম সফল সমবায় ব্যাঙ্ক হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে।

বেস্ট সিইও পুরষ্কার নিচ্ছেন দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের সিইও রাজলক্ষ্মী সিং
বেস্ট সিইও পুরষ্কার নিচ্ছেন দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্কের সিইও রাজলক্ষ্মী সিং

দুর্গাপুর স্টিল পিপলস্ কো-অপারেটিভ ব্যাঙ্ক-এর চেয়ারম্যান অনুপ কুমার রায় বর্ধমান ডট কম-কে বলেন, “খুব গর্ব বোধ করছি আমরা। আমাদের প্রতিটি ব্যাঙ্ক কর্মীর দক্ষতার ফসল এই জাতীয় স্তরের পুরস্কার। আমাদের দায়িত্ব আরও বেড়ে গেল”। ব্যাঙ্কের সিইও রাজলক্ষ্মী সিং বলেন, “দেশের ৪০০ সমবায় ব্যাঙ্কের মধ্যে আমরা পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র সমবায় ব্যাঙ্ক এই স্বীকৃতি পালাম। ব্যাঙ্কিং পরিষেবায় দক্ষতার জন্য এই দু’টি জাতীয় স্তরের সম্মান আমরা পেয়েছি। এটা আমাদের কাছে একটা নতুন চ্যালেঞ্জ”।