১৭৩০ খ্রীষ্টাব্দে বর্ধমান রাজমাতা পুরীর জগন্নাথ দর্শনে যান। ফিরে আসার পর রাজমাতার অনুরোধে বর্ধমানের রাজা কীর্তি চন্দ্র কালনার গঙ্গাতীরে এই জগন্নাথ মন্দিরটি নির্মাণ করেছিলেন। পরে এই মন্দিরটি জগন্নাথ বাড়ি বলে পরিচিতি লাভ করে। মন্দিরটি প্রতিষ্ঠা হয় আনুমানিক ১৭৩১-৩৩ খ্রীষ্টাব্দে। বর্তমানে এই ঐতিহাসিক জগন্নাথ মন্দিরটি ধ্বংসের মুখে। স্থানীয় মানুষ ও ইতিহাসবিদরা মন্দিরটির দ্রুত সংস্কারের প্রয়োজনিয়তা আনুভব করছেন।