এবার নির্বাচনী প্রচারের শেষ লগ্নে বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতাজ সংঘমিতার সমর্থনে ভোট প্রার্থনায় পথে নামলেন দুর্গাপুরের বেশ কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকৰ্মী। তাঁদের মধ্যে বেশির ভাগই দুর্গাপুরের মিশন হাসপাতালে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্য কর্মী।
দুর্গাপুরের ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর ববিতা মুখার্জীর নেতৃত্বে এদিনের নির্বাচনী মিছিল হয়। ববিতা মুখার্জী চিকিৎসকদের সম্মানিত করেন। মিছিল ১২ নং ওয়ার্ড ঘুরে আমরাই গ্রামে শেষ হয়। বিশিষ্ট চিকিৎসক ডা. পার্থ পাল বলেন, ‘বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. মমতাজ সংঘমিতা একজন চিকিৎসক। চিকিৎসা শাস্ত্রের একজন প্রফেসর। আর আমরা চিকিৎসা জগতের মানুষরা, তাঁর ছাত্ররা তাকে সমর্থন করতে আজ পথে নেমেছি। তিনি পার্লামেন্টে পৌঁছে চিকিৎসক, স্বাস্থ্যকৰ্মী ও চিকিৎসার ব্যাপারে কথা বলবেন। এতে সকলের ভালো হবে এটা আমাদের দৃঢ় বিশ্বাস।’