বালির ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় গলসির আদড়াহাটি এলাকায়। উত্তেজিত জনতা ট্রাকে আগুন লাগিয়ে দেয়। এমনকি রাস্তার সংযোগকারী কাঠের ব্রিজেও আগুন লাগিয়ে দেয় স্থানীয় মানুষজন। গলসি থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মল্লসারুল গ্রামের বাসিন্দা জুলফিকার আলি(৩৫) কর্মস্থল থেকে সাইকেলে বাড়ি ফিরছিলেন। তিনি ইড়কোনা গ্রামের একটি রাইস মিলে কাজ করতেন। সন্ধ্যা সাতটা নাগাদ গলসি থানার অন্তর্গত আদড়াহাটির গুপ্তপাড়া মোড়ে একটি ট্রাক বালি আনতে যাওয়ার পথে তাঁকে পিছন দিক থেকে এসে ধাক্কা মারে। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে আদড়াহাটির স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। এরপর উত্তেজিত জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। বালিঘাট থেকে বালি আনতে যাওয়ার পথে থাকা একটি কাঠের ব্রিজেও আগুন লাগায় জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে গলসি থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্ধমান ডট কম-এর খবর নিয়মিত আপনার ফেসবুকে দেখতে চান?

Like Us On Facebook