রবিবার সন্ধ্যায় দুর্গাপুরের সিটি সেন্টারের বিভিন্ন এলাকায় এক স্বনামধন্য চিকিৎসকের বেপরোয়া গাড়ির ধাক্কায় দু’জন বাইক আরোহী আহত হন এবং বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। জানা গেছে, ওই চিকিৎসক নিজেই গাড়ি চালাচ্ছিলেন। একের পর এক গাড়িতে ধাক্কা মেরে চিকিৎসক নিজেও আহত হন। আহতদের উদ্ধার করে পুলিশ একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে। রবিবার সন্ধ্যায় এই ঘটনায় সিটি সেন্টারে আতঙ্ক ছড়ায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই চিকিৎসকের নাম জীবন চট্টোপাধ্যায়। সিটি সেন্টারের বাসিন্দা। তবে শান্ত স্বভাবের ডা. চট্টোপাধ্যায় কেন ট্রাফিক আইন ভেঙে এইভাবে বেপরোয়া গাড়ি চালালেন এবং একের পর এক দুর্ঘটনা ঘটালেন তা বুঝে উঠতে পারছে না কেউই। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহত বাইক চালকদের এবং আহত চিকিৎসককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। পুলিশ চিকিৎসকের গাড়ি সহ ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে বাজেয়াপ্ত করেছে।