চলন্ত ট্রেনে পাথর ছোড়ার ঘটনায় রক্তাক্ত হলেন এক রেল যাত্রী। জখম যাত্রীর নাম তুষারকান্তি মুখোপাধ্যায়। তিনি পেশায় স্কুল শিক্ষক। বর্ধমানের নতুনপল্লি এলাকায় থাকেন। শনিবার বিকেলে ডাউন জয়নগর-হাওড়া ফাস্ট প্যাসেঞ্জারে রামপুরহাট ও তারাপীঠ স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় ট্রেন থেকে রামপুরহাট অনুসন্ধান কেন্দ্রের নম্বরে ফোন করে জানানো হলেও চিকিৎসার জন্য রেল কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। রবিবার বর্ধমান জিআরপিতে অভিযোগ দায়ের করেন তুষারবাবু।

তুষারবাবু জানান, তিনি বরাকরের একটি স্কুলে শিক্ষকতা করেন। তাঁর আদত বাড়ি বীরভূমের স্বাদীনপুর। শনিবার বিকেলে তিনি স্বাদীনপুর রেল স্টেশন থেকে ডাউন জয়নগর-হাওড়া ফাস্ট প্যাসেঞ্জারে ওঠেন বর্ধমান আসার জন্য। ট্রেন তারাপীঠ স্টেশনে ঢোকার আগে ট্রেনে পাথর ছোড়ার শব্দ পাই। হঠাৎই একটা বড়সড় পাথর এসে লাগে আমার কপালে। রক্তে ভেসে যায় আমার মুখ। সঙ্গে সঙ্গে সহযাত্রীরা রামপুরহাট অনুসন্ধান কেন্দ্রে ফোন করে ঘটনার কথা জানিয়ে চিকিৎসার জন্য সাহায্য চান। কিন্তু কোন সাহায্য পাওয়া যায় নি বলে অভিযোগ করেন তুষারবাবু। তিনি বলেন, ‘রাত ৮টা নাগাদ বর্ধমান স্টেশনে ফিরে বর্ধমান হাসপাতালের জরুরি বিভাগে যাই চিকিৎসার জন্য।’

Like Us On Facebook