.

দুর্গাপুর পুরসভা ১৫ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত জনসাধারণের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল। মঙ্গলবার এই খবর জানানো হয়। করোনা সংক্রমণ এড়াতে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। এই মুহূর্তে দুর্গাপুর পুরসভার কার্যালয়ে কোন করোনা আক্রান্তের খবর নেই। কিন্তু জনসাধারণের হাত ধরে দুর্গাপুর পুরসভার ভিতরে যাতে করোনা ভাইরাসের প্রবেশ না ঘটে সেই লক্ষে দুর্গাপুর পুরসভা এই আগাম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বলে জানা গেছে। জনসাধারণের প্রবেশ নিষেধ হলেও দুর্গাপুর পুরসভার সমস্ত দফতরের কাজকর্ম চলবে সমানে। সমস্ত দফতরের কর্মীরাও নিজের নিজের দফতরে আসবেন নিয়মিত বলে জানা গেছে। তবে দুর্গাপুর পুরসভায় জনসাধারণের প্রয়োজনীয় জরুরি কাজকর্ম খুব শীঘ্রই অনলাইনে করার চিন্তাভাবনা চলছে বলে দুর্গাপুর পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

Like Us On Facebook