মশা নিধনে এবার কেবলমাত্র বাড়ি বাড়ি স্প্রে করাই নয়। পাশাপাশি গাপ্পি মাছেও ভরসা রাখছে দুর্গাপুর পুরসভা। বুধবার দুর্গাপুর পুরসভার বিভিন্ন এলাকায় জলাশয় ও নালায় সাড়ে তিন লক্ষ গাপ্পি মাছের চারা ছাড়ার কাজ শুরু হয়। জানা গেছে, গাপ্পি মাছের খাদ্য হল মশার লার্ভা। মশার বংশবিস্তার রুখতে বিভিন্ন জায়গায় গাপ্পি মাছের ব্যবহারে সুফল মেলায় দুর্গাপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে এবার মশা নিধনে গাপ্পি মাছ ছাড়ার পরিকল্পনা নেয় দুর্গাপুর পুরসভা।
বুধবার দুর্গাপুর পুরসভার সামনে নালায় গাপ্পি মাছের চারা ছেড়ে এই কর্মসূচির সূচনা করেন মেয়র দিলীপ অগস্তি। এরপর দুর্গাপুর পুরসভার ২ নং বরো এলাকায় ২ নং বরো চেয়ারম্যান রমাপ্রসাদ হালদারের নেতৃত্বে বিভিন্ন জলাশয় ও নালায় গাপ্পি মাছ ছাড়া হয়। একইভাবে ও৪ নং বরো এলাকায় বরো চেয়ারম্যান চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বিভিন্ন নালা ও জলাশয়ে গাপ্পি মাছ ছাড়েন। জানা গেছে, এই গাপ্পি মাছ ছাড়ার কর্মসূচি এবার টানা চলবে শহরের বিভিন্ন এলাকা ধরে ধরে। এবার দুর্গাপুরে ডেঙ্গি প্রতিরোধে গাপ্পি মাছকেই মূল অস্ত্র হিসেবে ব্যবহার করতে চলেছে দুর্গাপুর পুরসভা। পতঙ্গবিদদেরও দাবি, ডেঙ্গির জীবাণু বহনকারী মশার লার্ভা ধ্বংস করতে ওস্তাদ গাপ্পি মাছ।