২০১২ সালের ২৯ জুন তৃণমূল কংগ্রেস পরিচালিত বোর্ড যখন দুর্গাপুর নগর নিগমের দায়িত্বভার নেয় তখন উন্নয়নের জন্য বাজেট বরাদ্দ ছিল ১১৮ কোটি টাকা। ২০১৭-২০১৮ সালে বাজেট বরাদ্দের পরিমাণ দাড়িয়েছে ৩২০ কোটি টাকা। স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে তৃনমুল কংগ্রেস পরিচালিত বোর্ড পাঁচ বছরে পর্যায়ক্রমে কি ভাবে দুর্গাপুরের উন্নয়ন ঘটিয়েছে একই ভাবে আগের আর্থিক বছর গুলিতে আয়ও বাড়িয়েছে। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে চলতি বছরের বাজেট পেশ করে এক গুচ্ছ উন্নয়নের দাবি করলেন দুর্গাপুরের মেয়র অপূর্ব মুখার্জী। বুধবার দুর্গাপুর নগর নিগমের বাজেট পেশ হয়। বিরোধীরা বাধা দিলেও স্বাচ্ছন্দ্যে বাজেট পেশ হয় বলেও দাবি মেয়রের। এদিন সাংবাদিক সম্মেলনে দুর্গাপুর নগর নিগমের অন্যান্য মেয়র পারিষদ ও কাউন্সিলররাও উপস্থিত ছিলেন। মেয়র অপূর্ব মুখার্জী বাম আমলের সব ঋন শোধ করে পাঁচ বছরে একের পর এক উন্নয়নের ফিরিস্তি দিয়ে  দুর্গাপুর নগর নিগম যে পাঁচ বছরে দুর্গাপুরের সৌন্দর্য্যায়ন ও উন্নয়নের দৌড়ে সবার আগে সেই যুক্তিকেই সকলের সামনে খাড়া করেন। প্লাসটিক  ব্যবহার নিষিদ্ধ করে ও প্রচুর গাছ লাগিয়ে দুর্গাপুরকে গ্রীন সিটি করার বিভিন্ন পরিকল্পনার কথাও জানান মেয়র। একই সঙ্গে আগামী ২ এপ্রিল শিশুদের পালস্ পোলিও টিকা দেবার সঙ্গে আধার কার্ডের জন্য শিশুদের ছবি তোলার ব্যবস্থাও দুর্গাপুর নগর নিগম বোরো অফিসগুলিতে করেছে সেই বিষয়টিও জানান মেয়র অপূর্ব মুখার্জী।

Like Us On Facebook