জনৈক ব্যক্তির মাথায় সিভিক পুলিশ হেলমেট দিয়ে মারধোর করার ঘটনায় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ অভিযুক্ত সিভিক পুলিশকে বৃহস্পতিবার ব্ল্যাকলিস্টেড করে তদন্ত শুরু করল বলে জানা গেছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের দুর্গাপুরের ডেপুটি কমিশনার অভিষেক মোদী বর্ধমান ডট কমকে বলেন, ‘অভিযুক্ত সিভিক পুলিশকে ব্ল্যাকলিস্টেড করে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।’ বুধবার মুচিপাড়ায় এক ব্যক্তির সঙ্গে এক সিভিক পুলিশের বচসাকে কেন্দ্র করে দুর্গাপুরের গান্ধীমোড়ের কাছে ২নং জাতীয় সড়কের ধারে কয়েকজন সিভিক পুলিশ ওই ব্যক্তিকে এনে একজন হেলমেট দিয়ে মারধোর করা ছাড়াও কিল, চড়, লাথি মারে। ওই সময় ঘটনস্থলে এক কর্তব্যরত পুলিশ আধিকারিকও ছিলেন বলে খবর। তিনি কোন প্রতিবাদ না করে ওই ব্যক্তির মাথায় হেলমেট দিয়ে সিভিক পুলিশের মারধোর প্রত্যক্ষ করেন। এই খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই সর্বত্র বির্তকের ঝড় উঠে। বিষয়টি দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরার নজরে এলে তিনি আসল ঘটনার তদন্তের জন্য ডেপুটি পুলিশ কমিশনার অভিষেক মোদীর দৃষ্টি আকর্ষণ করেন। এর পর বৃহস্পতিবার ডেপুটি কমিশনার অভিযুক্ত সিভিক পুলিশকে ব্ল্যাকলিস্টেড করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন বলে জানা গেছে। অভিযুক্ত সিভিক পুলিশের বিরুদ্ধে দ্রত ব্যবস্থা নিলেও দুর্গাপুর থানার ওসি থেকে ডেপুটি কমিশনার সকলেই অভিযোগকারি ও অভিযুক্ত উভয়ের নামধাম সংবাদ মাধ্যমের কাছে বলতে অস্বীকার করেন। এদিকে সিভিক পুলিশের এই কুর্কীতির ছবি সোশ্যাল মিডিয়ায় দেখে দুর্গাপুরের সুশীল সমাজ অভিযুক্ত সিভিক পুলিশকে গ্রেফতারের দাবি জানান।

Like Us On Facebook