‘সবার জন্য বাড়ি’ (হাউসিং ফর অল) কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পকে বাস্তবে রূপ দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকায় দুর্গাপুর নগর নিগম আর্থিকভাবে যেসব শহরবাসী দুর্বল তাঁদের জন্য মাথার উপর ছাদ দিতে চলেছে। দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডেই এই পরিকল্পনা বাস্তবে রূপ দেবার জন্য নগর নিগমের পূর্ত দফতরের আধিকারিকরা গত এক বছর ধরে ৪৩ টি ওয়ার্ডে সার্ভে করে চলতি মাসে প্রাথমিক ভাবে কাজ শুরু করে দিয়েছেন।
আবেদনের ভিত্তিতে প্রাথমিক কিছু শর্তের নিরিখে আবেদনকারীকে বাড়ি তৈরি করে দেওয়া হবে বলে দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গেছে। এই প্রকল্পে বাড়ি পেতে হলে আবেদনকারীর নিজস্ব জমি, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ড থাকতে হবে। দুর্গাপুর নগর নিগম সূত্রে জানা গেছে ‘সবার জন্য বাড়ি’ প্রকল্পে আবেদনকারী এক ছাদের তলায় পাবেন ১টি শোয়ার ঘর, ১টি বারান্দা সমেত হল, ১টি রান্নাঘর ও ১টি বাথরুম-পায়খানা।
প্রাথমিক পর্যায়ে ৪৩টি ওয়ার্ড থেকে ২৩৩ জনকে নগর নিগমের পূর্ত দফতরের আধিকারিকরা নির্বাচিত করেছেন বাড়ি তৈরি করে দেওয়ার জন্য। নগর নিগমের আধিকারিকরা জানান কেন্দ্রীয় যোজনায় ৪৩ টি ওয়ার্ডে বাড়ি তৈরির জন্য আমাদের চাহিদা রয়েছে ৫৩ হাজার বাড়ির। আমরা অনুমোদন পেয়েছি মাত্র ২৩৩ টি বাড়ির। পরবর্তী সময়ে যেমন যেমন অনুমোদন পাওয়া যাবে সেই অনুযায়ী ৪৩ টি ওয়ার্ডেই এই প্রকল্পের রূপায়ণ করা হবে।
দুর্গাপুর নগর নিগমের পূর্ত দফতরের মেয়র পারিষদ প্রভাত চট্টোপাধ্যায় বলেন,”সবার জন্য বাড়ি গড়ে দিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্গাপুর নগর নিগম আর্থিকভাবে দুর্বল শহরবাসীদের পাকা বাড়ি তৈরি করে দেবে। দুর্গাপুরের ৪৩ টি ওয়ার্ডেই এই পরিকল্পনা বাস্তবে রূপ দেবার কাজ শুরু করে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন ৫৩ হাজার বাড়ি তৈরির চাহিদা রয়েছে কিন্তু প্রাথমিকভাবে আমরা ২৩৩ টি বাড়ি তৈরির অনুমোদন পেয়েছি কেন্দ্রীয় যোজনা থেকে। পরবর্তী সময়ে বাকি অনুমোদন পেলে আরও বাড়ি তৈরি করে দেওয়া হবে।