করোনা আক্রান্ত খুঁজতে ইতিমধ্যেই এই নিয়ম চালু করেছে বিভিন্ন রাজ্য। এবার সেই পথেই হাঁটল দুর্গাপুর পুরসভা। কোন ব্যক্তি জ্বর, সর্দি, কাশির ওষুধ কিনতে এলেই ওষুধের দোকানদারকে সেই ব্যক্তির তথ্য নথিভুক্ত করে রাখতে হবে। দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতর পুর এলাকার বাসিন্দাদের জ্বর, সর্দি, কাশির তথ্য জোগাড় করতে এই পদক্ষেপ নিল। দুর্গাপুর পুরসভার ৪৩ টি ওয়ার্ডের ওষুধের দোকান থেকে জ্বর, সর্দি, কাশির ওষুধ কিনতে হলে ওষুধ দোকানদারকে সংশ্লিষ্ট ক্রেতার নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে রাখতে হবে এবার থেকে। তাছাড়া যেসব ওষুধ ক্রেতা চিকিৎসককে দেখিয়ে জ্বর, সর্দি, কাশির ওষুধ কিনবেন তাঁদেরও সংশ্লিষ্ট চিকিৎসকের প্রেসক্রিপশন সঙ্গে ওষুধ দোকানদারকে রোগীর নাম, ঠিকানা ও ফোন নম্বর লিখে রাখতে হবে। সোমবার দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি ও স্বাস্থ্য দফতরের আধিকারিক ডা. দেবব্রত সাহানা সহ পুর কমিশনারের উপস্থিতিতে দুর্গাপুরের পাইকারি ও খুচরো ওষুধ ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। ওষুধ ব্যবসায়ীরা দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের সঙ্গে করোনা মোকাবিলায় সব রকমের সহযোগিতার আশ্বাস দেন বলে জানা গেছে। সোমবারই দুর্গাপুর পুর এলাকার সমস্ত ওষুধের দোকানদারকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
এছাড়াও দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতর পুর এলাকার বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ব্যক্তিদের খোঁজ খবর রাখতে বিশেষ উদ্যোগ নিচ্ছে। মঙ্গলবার থেকেই এই উদ্যোগ কার্যকর করা হবে বলে জানা গেছে। দুর্গাপুর পুরসভার ৪৩ টি ওয়ার্ডের ১৮৪০০০ বাড়িতে গিয়ে ১২২৬ জন স্বাস্থ্য কর্মী বাসিন্দাদের জ্বর, সর্দি, কাশি সহ অন্যান্য অসুস্থতার খোঁজ খবর নিয়ে স্বাস্থ্য দফতরে নথিভুক্ত করবেন। এইভাবে দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতর তথ্য জোগাড় করে করোনা মোকাবিলায় উদ্যোগী হয়েছে বলে জানা গেছে।
দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন, ‘করোনা মোকাবিলায় আমরা দুর্গাপুর পুর এলাকায় বাসিন্দাদের জ্বর, সর্দি, কাশিতে আক্রান্তদের খোঁজ খবর শুরু করেছি। ওষুধের দোকানে জ্বর, সর্দি, কাশির ওষুধ কিনতে গেলে এবার থেকে দোকানদারের কাছে ক্রেতাকে নাম, ঠিকানা ও ফোন নম্বর দিতে হবে। পরে ওষুধ দোকানদার পুরসভার সংশ্লিষ্ট বিশেষ ফোন নম্বরে তার বিস্তারিত তথ্য পাঠাবেন। একই সঙ্গে মঙ্গলবার থেকে বাড়ি বাড়ি খোঁজ খবর রাখবে দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য কর্মীরা। পাঁচ দিন চলবে বাড়ি বাড়ি খোঁজ খবর পর্ব। জানা গেছে, দুর্গাপুর পুরসভার ২৬৫ জন স্বাস্থ্য কর্মীর সঙ্গে প্রায় হাজারখানেক স্বাস্থ্য দপ্তরের ভলান্টিয়ার্স এই কাজ করবেন।