তৃণমূলী বাধায় দলীয় কর্মীরা পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র তুলতে না পারার অভিযোগে ভারতীয় জনতা কিষান মোর্চার পর বিজেপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি লক্ষণ ঘড়ুই বৃহস্পতিবার দুর্গাপুরের মহকুমা শাসকের দ্বারস্থ হলেন। দুর্গাপুর মহকুমায় পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নপত্র তোলা ও জমা দেওয়ার জন্য বিডিও কার্যালয়ের পরিবর্তে দুর্গাপুর মহকুমাশাসকের দপ্তরে করানোর অনুরোধ করেন বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই।
লক্ষণবাবুর অভিযোগ, নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র তোলা ও জমার সময় বিডিও কার্যালয়ের একশ মিটারের মধ্যে কারোর থাকার কথা নয়। কিন্তু বিডিও কার্যালয়ের ভিতর তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী বসে বিজেপি সহ বিরোধী প্রার্থীদের মনোনয়ন পত্র তোলা পর্যবেক্ষণ করছে । তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের হাতে বিজেপি কর্মীরা মারধর খাচ্ছে। পুলিশ প্রশাসন নীরব দর্শক, পার্টিকর্মীতে পরিণত হয়েছে তারা। কোন নিরাপত্তা দিতে পারছেনা স্থানীয় পুলিশ ও প্রশাসন।
লক্ষণবাবু বলেন, গোটা পশ্চিম বর্ধমান জেলা জুড়ে একই চিত্র দেখা যাচ্ছে। তিনি এদিন আরও বলেন, অনেক হল এবার প্রার্থীরা আর একা নয়। লাউদোহা ও পান্ডবেশ্বরে বিজেপি কর্মীরা সংঘবদ্ধ ভাবে মনোনয়ন পত্র তুলতে যাবে যদি তৃণমূল কংগ্রেস কর্মীরা ঝামেলা করে তাহলে আমরা এবার আর ফেরৎ আসব না। এর দায় আর আমাদের উপর থাকবে না। মহকুমাশাসককে সে কথা জানিয়ে গেলাম বলে হুঁশিয়ারি দেন বিজেপি পশ্চিম বর্ধমান জেলার সভাপতি।