দুর্গাপুর স্টিল টাউনশিপ বি-জোনের নির্মীয়মাণ বসুন্ধরা পার্কে হঠাৎ বাজ পড়ে মৃত্যু হল বছর পঁচিশের এক যুবকের। নাম পরিমল হাজরা। আহত হয় আর এক জন। নাম কার্তিক দত্ত। দুই যুবকই পার্কে ঠিকা শ্রমিকের কাজ করছিল। আহত যুবকের চিকিৎসা চলছে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মেন হাসপাতালে। মৃত ও আহত দু’জনই ধ’ডাঙার বাসিন্দা বলে জানা গেছে।

বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর ১নং ওয়ার্ডের নির্মিয়মাণ বসুন্ধরা পার্কে কাজ করার সময় হঠাৎ প্রবল ‌ঝড় ওঠে। শীঘ্রই শুরু হয় শিলাবৃষ্টি সঙ্গে বজ্রপাত। পার্কে কর্মরত দুই যুবক বিপদের আশঙ্কা করে আশ্রয়ের খোঁজে দৌড়াদৌড়ি শুরু করে। এরমধ্যেই হঠাৎ করে পরিমল হাজরার উপর বাজ পড়ে। পরিমলের সঙ্গে থাকা কার্তিক ও পরিমল দু’জনই গুরুতর আহত হয়ে সংজ্ঞা হারায়। খবর পেয়ে ১নং ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত‍্যজিৎ দে ছুটে এসে আহত সংজ্ঞাহীন দুই যুবককে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট মেন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা পরিমলকে মৃত ঘোষণা করেন। আহত কার্তিক দত্ত বর্তমানে দুর্গাপুর স্টিল প্ল্যান্ট হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে প্রবল ঝড়ের সঙ্গে এদিন স্টিল টাউনশিপ জুড়ে শিলাবৃষ্টিতে রাস্তাঘাট বরফের সাদা চাদরে ঢেকে যায়। অনেকেই বিপদ মাথায় করেই বরফ কুড়োতে রাস্তায় নেমে পড়েন। দুর্গাপুরের পূর্ব কেন্দ্র দুর্গাপুর স্টিল টাউনশিপ জুড়ে বৃহস্পতিবার শিলাবৃষ্টি হলেও পশ্চিম কেন্দ্রে কোন ঝড় বৃষ্টির ঘটনা ঘটেনি বলে জানা গেছে। খবর সংগ্রহ করা পর্যন্ত শিলাবৃষ্টিতে অন‍্যান‍্য ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।



বজ্রপাতে মৃত পরিমল হাজরা

Like Us On Facebook