দুর্গাপুরের ১৪ নং ওয়ার্ডের অন্তর্গত বিভিন্ন এলাকায় রাস্তা ও নিকাশি নালা সংস্কারের কাজের সূচনা হল সোমবার। ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাখি তেওয়ারি নারকেল ফাটিয়ে রাস্তা ও নিকাশি নালার সংস্কারের কাজের সূচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস ২ নং ব্লক সভাপতি বিপ্লব বিশ্বাস, তৃনমূল কংগ্রেস নেতা কৌশিক তেওয়ারি, রামকৃষ্ণ রায়, ১৪ নং ওয়ার্ডের সম্পাদক রাজু সিং সহ তৃণমূল কংগ্রেস কর্মী ও স্থানীয় মানুষজন।
এই কাজে দুর্গাপুর পুরসভা প্রায় ৪৩ লক্ষ টাকা বরাদ্দ করেছে বলে জানা গেছে। স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাখি তেওয়ারি বলেন ১৪ নং ওয়ার্ডের অন্নেষা কো-অপারেটিভ এলাকায় রাস্তা ঘাট ও নিকাশি নালা সংস্কারের জন্য ১৮,৮৪,৬২৩ লাখ টাকা, নতুন পল্লী ‘এ’ এক্সটেনশন এলাকায় ১৭, ৯৯, ৭০৯ লাখ টাকা ও নতুন পল্লীর জি, এইচ, আই, সি, ই ব্লকের জন্য রাস্তা ঘাট ও নিকাশি নালা সংস্কারের জন্য ১৫,৩২,১৪৫ টাকা খরচ হবে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর তথা মেয়র পারিষদ রাখি তেওয়ারি।