দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড (ডিপিএল)-এ কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পোষ্যরা চাকরির দাবিতে বুধবার ডিপিএল গ্যামন ব্রীজ ময়দানে বিক্ষোভ দেখান। পোষ্যরা বারবার চাকরির আবেদন করেও চাকরি পাচ্ছেননা বলে অভিযোগ। কর্তৃপক্ষ পোষ্যদের চাকরির দাবি না মানলে ভবিষ্যতে ডিপিএল গেটে অনশনে বসার হুমকি দেন পোষ্যরা।
Like Us On Facebook