দুর্গাপুর ইস্পাত নগরীর বিদ্যাপতি এলাকায় চারজনের শরীরে মিলল ডেঙ্গির জীবাণু। এদের মধ্যে একজন সপ্তাহ খানেক আগে ব্যাঙ্গালোর থেকে দুর্গাপুরে ফিরেছেন। দুর্গাপুর ইস্পাত নগরীর বিদ্যাপতি এলাকায় একসাথে চারজনের রক্তে ডেঙ্গির জীবাণু মেলাতে কপালে চিন্তার ভাঁজ পড়েছে দুর্গাপুর পোরসভার কর্তাদের। আজ দুর্গাপুর নগর নিগমের মেডিকেল টিম বিদ্যাপতি এলাকাতে পৌঁছে আশপাশের কারোর জ্বর রয়েছে কিনা খোঁজ খবর করেন, স্বাস্থ্য পরীক্ষা করা হয় স্থানীয়দের। সূত্র মাফিক জানা গেছে, দুর্গাপুরে ৫২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে অনেকে সুস্থ হয়ে উঠেছেন। দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলীর সদস্যা রাখি তেওয়ারী জানান, নগর নিগম তৎপর রয়েছে। চিকিৎসক দলও তৈরী। আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই।
Like Us On Facebook