প্রায় ২০ কেজি ওজনের একটি দেশী কচ্ছপ উদ্ধার করল বনদফতর। বর্ধমানের অ্যানিম্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অর্ণব দাস জানিয়েছেন, মঙ্গলবার রাতে মেমারি থানার পাল্লা রোড এলাকার বাসিন্দা এক ব্যক্তি ফোন করে তাঁকে জানান, পাল্লা ক্যাম্প এলাকার সঞ্জয় বিশ্বাস নামে এক ব্যক্তি তার ফেসবুক পেজে একটি বড় কচ্ছপের ছবি দিয়ে পোস্ট করেছে। ছবিতে দেখা গেছে একটি নীল রংয়ের বড় ড্রামে একটি বিরাট কচ্ছপকে উল্টো করে রাখা রয়েছে। আর তারপরই ওই ব্যক্তি তাঁকে ফোন করে বিষয়টি জানিয়ে কচ্ছপটিকে উদ্ধার করার আবেদন জানান। অর্ণব দাস জানিয়েছেন, এরপরই তিনি বন দফতরের সঙ্গে যোগাযোগ করে ঘটনার বিষয়ে জানান। বনদফতর থেকে একটি উদ্ধারকারী দল রাতেই ঘটনাস্থলে পৌঁছে ড্রাম সমেত কচ্ছপটিকে উদ্ধার করে নিয়ে আসে। যদিও এব্যাপারে কাউকে গ্রেফতার করা যায়নি। সম্ভবত বুধবার সকালেই বাজারে বিক্রির জন্য ওই কচ্ছপটিকে রাখা ছিল। প্রাথমিকভাবে অনুমান দামোদরে জেলেদের জালেই ধরা পড়ে কচ্ছপটি।