দিল্লির এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় দেড় লক্ষ টাকা জালিয়াতি করে নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেওয়ার অভিযোগে শনিবার রাতে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত মামড়া বাজার সংলগ্ন সুভাষ পল্লী থেকে এক যুবককে গ্রেফতার করল দিল্লি পুলিশ। রবিবার ধৃতকে দিল্লি পুলিশের বিশেষ দল দুর্গাপুর আদালতে হাজির করে ট্রানজিট রিমান্ডে দিল্লি নিয়ে গেল।

জানা গেছে, দিল্লির সাউথ ক্যাম্পাস থানার পুলিশ এসে শনিবার নিউ টাউনশিপ থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করে ওই যুবককে গ্রেফতার করে। দিল্লির সাউথ ক্যাম্পাস থানার সাব-ইন্সপেক্টর সুরিন্দর সিং বলেন, ‘দিল্লির কান্তা রাউত নামে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১ লাখ ৫৮ হাজার ২৯৭ টাকা উধাও হয়ে যায়। তদন্তে দেখা যায় সেই টাকা দুর্গাপুরের মামড়ার সুভাষ পল্লীর এই যুবকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার হয়।’ দুর্গাপুর আদালতের আইনজীবী দেবব্রত সাঁই এই বিষয়ে বলেন, ‘অত্যধিক বন্ধু প্রীতির জন্য দুর্গাপুরের ওই যুবক ফেঁসে গিয়ে এখন সে দিল্লি পুলিশের হেফাজতে আছে। বিভিন্ন বেসরকারি ব্যাঙ্কে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে একটা প্রতারণা চক্র চলছে। সেই চক্রেই ফেঁসে গেছে দুর্গাপুরের ওই যুবক।’

ধৃতের মায়ের অভিযোগ, দুর্গাপুরের আড়ার বাসিন্দা তাঁর ছেলের এক বাল্যবন্ধু পুজোর আগে একটি বেসরকারি ব্যাঙ্কে তাঁর ছেলের জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খুলে দেবে বলে ছেলের আধার কার্ড, প্যান কার্ড সহ সমস্ত ডকুমেন্টস নেয়। তারপর ওই ছেলেটি আমার ছেলের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে আর্থিক প্রতারণা করে দিল্লির এক ব্যক্তির সঙ্গে।’ তিনি আরও, ‘বলেন আমার ছেলের বন্ধুই আমার ছেলেকে ফাঁসিয়ে দিয়েছে। আমরা কোন টাকা তুলিনি। আমার ছেলের নামে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্টের কোন ডকুমেন্টসই আমাদের দেয় নি। বন্ধুত্বের সুযোগ নিয়ে আমার ছেলের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ছেলেকে প্রতারণা মামলায় ফাঁসিয়ে দিল।’

 

Like Us On Facebook