.

কুমারী পুজো দুর্গোৎসবের একটি বড় অঙ্গ। অষ্টমী বা নবমী তিথিতে বিভিন্ন পুজো মণ্ডপে কুমারী পুজোর আয়োজন করা হয়। রবিবার দুর্গাপুরের বিভিন্ন পুজো মণ্ডপ ও ঐতিহ্যবাহী বাড়ির পুজো বা আবাসনগুলিতেও নবমীর শুভ লগ্নে কুমারী পুজোর আয়োজন করা হয়। দুর্গাপুরের আমরাই গ্রামের আদ্যাশক্তি মহাপীঠ আশ্রমেও বৈদিক রীতিনীতি মেনে কুমারী পুজো করা হয়। এদিন পুণ্যার্থী মানুষ মুখে মাস্ক পরে সকাল থেকে অধীর আগ্রহে পুজো দর্শনের জন্য সামাজিক দুরত্ব বজায় রেখেই মণ্ডপের বাইরে অপেক্ষা করতে থাকেন। এদিন প্রদীপ জ্বেলে কুমারী পুজো অনুষ্ঠানের সূচনা করেন দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য দফতরের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ রাখি তেওয়ারি এবং স্থানীয় কাউন্সিলর শিপ্রা সরকার। মন্দিরের সেবাইত অমৃতদাস মহারাজ বলেন, ‘আমাদের এই আশ্রম আদ্যাশক্তি মহাপীঠ সপ্তপীঠের এক পীঠ।আমরা তাই সপ্ত কুমারীর পুজো করি। কিন্তু এবার করোনা আবহে পরিস্থিতি যেহেতু স্বাভাবিক নয়। তাই স্বাস্থ্যবিধি মেনে এবং শাস্ত্র মতে নিষ্ঠার সঙ্গে পঞ্চ কুমারীর পুজো করলাম।’

 

Like Us On Facebook