এক রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে দুর্গাপুরের সগড়ভাঙ্গার এসবি মোড় এলাকায় সোমবার চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সুত্রে জানা গেছে বীরভূমের ভুবনেশ্বর গ্রামের বাসিন্দা বিষ্ণু ব্যানার্জী ওরফে পিকলু (৩২) এসবি মোড় এলাকায় স্ত্রী ও কন্যাকে নিয়ে একটি ভাড়া বাড়িতে থাকতেন। স্টেশন বাজারের একটি বাসনের দোকানে বিষ্ণুবাবু কাজ করতেন। বিষ্ণুবাবুর স্ত্রী পিঙ্কি ও একমাত্র কন্যা গতকাল দুর্গাপুরের শ্যামপুরে এক আত্মীয়ের বাড়ী যাওয়ার পর তাদের মধ্যে মোবাইলের যোগাযোগ বিছিন্ন হয়ে যায়, সোমবার আতঙ্কিত হয়ে পিঙ্কিদেবী মেয়েকে নিয়ে বাড়িতে ফিরে এসে অনেক ডাকাডাকি করেও বিষ্ণুবাবুর কোন সাড়া না পেয়ে কোকওভেন থানার দ্বারস্থ হলে পুলিশ দরজা ভেঙ্গে বিষ্ণুবাবুর নিথর দেহ উদ্ধার করে। সুত্র মারফৎ জানা গেছে মৃতদেহের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বাঁধার চিহ্ন পাওয়া গেছে। স্বাভাবিক ভাবেই মৃত্যু নিয়ে পুলিশের মনে সন্দেহ জন্মায়। পুলিশ গোটা ঘটনার তদন্তে নেমেছে। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে বিষ্ণুবাবুর স্ত্রী পিঙ্কিদেবী স্বামীর খুনের আগে হুমকি এসএমএস আসার অভিযোগ থানায় জানানোর দাবি করলেও বিষ্ণুবাবুর পরিবার বিষ্ণুবাবুর মৃত্যুর পিছনে স্ত্রীর হাত রয়েছে বলে পাল্টা অভিযোগ করেন। কোকওভেন থানার পুলিশ ময়নাতদন্তের রির্পোট না আসা পর্যন্ত কোন কিছু বলতে অস্বীকার করে।
Like Us On Facebook