শুক্রবার দুর্গাপুরের জেসপ কারখানার কাছে একটি মৃতদেহ উদ্ধারকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত ব্যক্তি নাম অমর কুমার পান্ডা(৫২)। দুর্গাপুর স্টেশন সংলগ্ন এসবি মোড় এলাকার বাসিন্দা। দুর্গাপুরের একটি বেসরকারি নিরাপত্তাসংস্থার কর্মী ছিলেন অমরবাবু। একই সঙ্গে সগড় ভাঙার একটি স্কুলের চতুর্থ শ্রেণির কর্মী ছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান রাতে ডিউটি সেরে বাড়ি ফেরার পথে অমরবাবু পথ দুর্ঘটনার কবলে পড়ে মারা যান। কোকওভেন থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। মৃত্যুর পিছনে অন্য কোন কারণ আছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।

Like Us On Facebook