.
পুজোর মরসুমে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলা ও নাগরিক সুরক্ষা ব্যবস্থা খতিয়ে দেখতে দুর্গাপুরের ডিসিপি অভিষেক গুপ্তার নেতৃত্বে পদস্থ পুলিশ কর্তারা রবিবার দুর্গাপুরের খনি অঞ্চল থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন প্রান্ত খতিয়ে দেখলেন। দুর্গাপুরের যে সব রাস্তায় দুর্গাপুজো ও মহরমের শোভাযাত্রা বের হয় সেই সব রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা সরজমিনে খতিয়ে দেখেন পুলিশ কর্তারা। আইন শৃঙ্খলার প্রশ্নে বিভিন্ন রাস্তায় সিসি ক্যামেরার বর্তমান অবস্থান কি সেই বিষয়েও ডিসিপি অভিষেক গুপ্তা খোঁজ খবর নেন বলে জানা গেছে। পুজোর মরসুমে দুর্গাপুরের নাগরিক সুরক্ষা নিশ্চিত করতেই এই পরিদর্শন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Like Us On Facebook