দুর্গাপুর ব্যারেজের লকগেট বেঁকে দামোদর জলশূন্য হওয়ায় উদ্ভূত পরিস্থিতি ও বিপর্যয়ের জন্য রাজ্যের সেচমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক তদন্তের নির্দেশ দিলেন। দুর্গাপুরের দামোদর ব্যারেজের ১ নম্বর লকগেট মেরামতির কাজ তদারকি করতে এসে ব্যারেজে দাঁড়িয়ে একথা বলেন সেচ দপ্তরের সচিব গৌতম চ্যাটার্জী।

গৌতমবাবুর দাবি যে ভাবে যুদ্ধকালীন পরিস্থিতিতে কর্মীরা লকগেট মেরামতির কাজ করছে আশা করছি শনিবার মধ্য রাত্রি পর্যন্ত লকগেটের মেরামতির কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সেচ দপ্তরের সচিব বলেন, দুর্গাপুরে দামোদরের ১ নম্বর লকগেট খুবই গুরুত্বপূর্ণ লক গেট। অত্যন্ত জরুরি প্রয়োজনে ১ নম্বর লকগেটটি খোলা হয়। কিন্তু কি কারণে এই গুরুত্বপূর্ণ লকগেটটির বিপর্যয় হল সেই বিষয়টি ধোঁয়াশা রেখেই সেচসচিব জলের তোড়ে বেঁকে যাওয়াকে শীলমোহর দিলেন এদিন। এদিকে দামোদরের লকগেট মেরামতির তদারকি করতে ডিভিসি ও সেচ দপ্তরের বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের সঙ্গে ঠিকা কর্মীরা একনাগাড়ে বাঁকা লকগেটে নতুন ইস্পাত বসিয়ে ওয়েল্ডিং করছেন। রাজ্যের সেচ দপ্তরের সচিব ছাড়াও দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি, আসানসোলের মেয়র জিতেন তেওয়ারি, দুর্গাপুরের মহকুমাশাসক শঙ্খ সাঁতরা তদারকি করছেন। এদিকে দুর্গাপুর প্রশাসনের বিপদের মাইকিং উপেক্ষা করেই জলশূন্য দামোদরে মানুষের ঢল নেমেছে। সকলেই জলশূন্য ব্যারেজে একটা নিজস্বী নিতে জীবনকে বাজি রেখেই দামোদরের বুকে নেমে পড়ছেন।

Like Us On Facebook