সিএসআইআর-সিএমইআরআই দুটি জাতীয় স্তরের পুরস্কার পেল। সম্প্রতি সিএসআইআর-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে দিল্লিতে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে সিএসআইআর-সিএমইআরআই-এর বিজ্ঞানীদের বিভিন্ন উদ্ভাবনের ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য সম্মানিত করা হয়। এই অনুষ্ঠানে দুর্গাপুরের সিএমইআরআই-এর বিশিষ্ট বিজ্ঞানী বিশ্বজিৎ রুজ, প্রসেনজিৎ দাস ও সংস্থার ডিরেক্টর প্রফেসার হরিশ হিরানিকে নতুন উদ্ভাবনের জন্য রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পুরস্কৃত করেন।
সিএমইআরআই সুত্রে জানা গেছে, বিশিষ্ট বিজ্ঞানী ড: বিশ্বজিৎ রুজ-এর নেতৃত্বে অতিরিক্ত আয়রন যুক্ত ভূগর্ভস্থ পানীয় জলকে কোন রক্ষণাবেক্ষণ খরচ ছাড়াই প্রতি লিটারে মাত্র ১পয়সা খরচে কিভাবে পানীয় যোগ্য করা যায় সেই কৃতকৌশল আবিষ্কার করেন সিএসআইআর-সিএমইআরআই-এর বিজ্ঞানীরা। এই অসামান্য উদ্ভাবনের জন্য সিএসআইআর-সিএমইআরআই ‘টেকনোলজি অ্যাওয়ার্ড ২০১৭’ পুরস্কার পায়।
এছাড়াও সিএসআইআর-সিএমইআরআই-এর তরুণ বিজ্ঞানী প্রসেনজিৎ দাসের হাতে ‘ইয়ং সায়েন্টিস্ট ২০১৭’ পুরস্কার তুলে দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। সিএসআইআর-সিএমইআরআই-এর কোন বিজ্ঞানী এই প্রথম এই পুরস্কার পেলেন। ড: প্রসেনজিৎ দাস টুথ কালারড ডেন্টাল ব্রাকেট উদ্ভাবনের জন্য এই পুরস্কার পান। ড: দাসের আবিস্কৃত সেরামিক ডেন্টাল ব্রাকেট প্রচলিত ব্রাকেটের থেকে উন্নত মানের এবং মানুষের দাঁতের মতই রঙ হওয়ায় বাঁকাচোরা দাঁত সোজা করার অর্থোডন্টিকস চিকিৎসার জন্য এটি একটি অসামান্য আবিষ্কার।