সালানপুর পঞ্চায়েতের খুদিকা গ্রামে গত ৭ দিন ধরে ডায়রিয়ার প্রকোপে প্রায় ১০০ জন আক্রান্ত। ২০ জন গ্রামবাসীকে স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার স্বাস্থ্য দফতরের একটি টিম গ্রামে যায়। তারা অসুস্থদের চিকিৎসা করেন এবং পরিস্রুত পানীয় জল খাওয়া ও এলাকা পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন। খুদিকা গ্রামে পিএইচই পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করে। চিকিৎসকদের অভিমত জল থেকেই ডায়রিয়া ছড়িয়েছে। জল দূষণের কারণ খতিয়ে দেখছে স্বাস্থ্য দপ্তর। ডায়ারিয়ার প্রকোপের কথা জানালেও পঞ্চায়েত থেকে কোন স্বাস্থ্যকর্মী গ্রামে না আসায় এদিন গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়।

Like Us On Facebook