শ্মশানে দাহ করে ফেরার পথে দু’গাড়ি শ্মশানযাত্রীর মধ্যে প্রথমে বচসা থেকে তীব্র মারামারি শুরু হয়। মারামারির ঘটনায় পুলিশকে লাঠি চার্জ করতে হল হল দুর্গাপুরে। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুরের ডিভিসি মোড়ের ঘটনা।
জানা গেছে, দুর্গাপুরের এমএএমসি’র বি২-এর এক দল শ্মশানযাত্রীর সঙ্গে দুর্গাপুর স্টিল টাউনশিপ ভাবা রোডের আর এক দল শ্মশানযাত্রীর মধ্যে প্রথমে বীরভানপুর মহাশ্মশানে বচসা হয়। পরে দুই দল শ্মশানযাত্রী ডিভিসি মোড় এলাকায় এলে সেই ঝামেলা আরও তীব্র হয়। সেখানে দুই দলের লোকজন গাড়ি থামিয়ে মারামারি শুরু করে দেয়।
রাস্তায় কর্তব্যরত কোক ওভেন থানার পুলিশ দুই পক্ষের ঝামেলা মিটমাট করতে গেলে, এক পক্ষ পুলিশের কথা শুনে চলে গেলেও অন্য পক্ষ পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে এবং রাস্তায় চলাচলকারী গাড়ি ভাঙচুর শুরু করে দেয় বলে অভিযোগ। পুলিশ তাঁদের নিরস্ত করতে গেলে ওই পক্ষ আরও মারমুখী হয়ে ওঠে বলে অভিযোগ। এরপরেই কোন ওভেন থানা থেকে পুলিশের বিশাল বাহিনী ঘটনাস্থলে এসে ওই শ্মশান যাত্রীদের উপর লাঠিচার্জ করে এবং আটক করে থানায় নিয়ে যায় সকলকে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার সন্ধ্যায়।