পুজোর মুখে বৃহস্পতিবার বর্ধমানের কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের আরও ৩টি এটিএম উদ্বোধন হল। ফলে সব মিলিয়ে এই কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের টাকা তোলার কেন্দ্রের সংখ্যা ৩৫০ ছাড়িয়ে গেল। বৃহস্পতিবার বর্ধমান সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের বর্ধমান হেড অফিসে একটি এবং একযোগে কাটোয়ার জাজিগ্রাম ও কালনার কাঁকুড়িয়ায় আরও দুটি এটিএমের উদ্বোধন করলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব।

ব্যাঙ্কের সিইও অসীম চট্টোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যেই এই ব্যাঙ্ক পূর্ব ভারতের সব থেকে বড় সমবায় ব্যাঙ্ক হিসাবে চিহ্নিত হয়েছে। শতবর্ষের এই ব্যাঙ্কের মাধ‌্যমেই পূর্ব বর্ধমান জেলায় কৃষি ঋণের ৯৭ শতাংশ অর্থ প্রদান করা হয়। ব্যাঙ্কের অফিসার্স সংগঠনের সভাপতি অমিত কুমার রজক জানিয়েছেন, মাইক্রো এটিএম, ৩৮ শাখা সহ বিভিন্ন জায়গায় এটিএম উদ্বোধনের মধ্যে দিয়ে টাকা তোলার কেন্দ্রের সংখ্যা ৩৫০ ছাড়ালো। অন্যান্যদের মধ্যে এদিন হাজির ছিলেন ব্যাঙ্কের ডেপুটি জেনারেল ম্যানেজার শাশ্বত বসু রায়চৌধুরী, দীপক সরকার, তপন মুখার্জী প্রমুখরাও।

Like Us On Facebook