বৃহস্পতিবার দেশজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে স্মরণ করা হচ্ছে মহান মনীষীকে। দিনটিকে স্মরণীয় করে রাখতে করোনা আবহে সচেতনতা কর্মসূচি পালন করল উখরার ‘প্রয়াস’- নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। এদিন সংগঠনের সদস্যরা স্বামী বিবেকানন্দ, ডাক্তার, নার্স সেজে ঘুরলেন স্কুল মোড়, বাজার, সার্কাস ময়দান সহ উখরা গ্রামের বিভিন্ন এলাকা। স্বাস্থ্যবিধি উপেক্ষা করে যারা রাস্তায় বের হয়েছিলেন তাঁদেরকে সতর্ক করার পাশাপাশি মাস্কহীনদের মুখে মাস্ক পরিয়ে দিলেন তাঁরা। সংগঠনের এই অভিনব প্রচার দেখতে রাস্তায় দাঁড়িয়ে পড়েন কৌতুহলী পথচলতি মানুষজন। করোনার আবির্ভাব কাল থেকেই অসহায় মানুষদের সাহায্যের পাশাপাশি প্রয়াস স্বেচ্ছাসেবী সংগঠেনর পক্ষ থেকে সচেতনতার প্রচার চালানো হচ্ছে।
Like Us On Facebook