এবার করোনার থাবা পূর্ব বর্ধমান জেলা পরিষদে। করোনা আক্রান্ত জেলা পরিষদের ৪ অফিসার ও ৩ কর্মী। পরিস্থিতি বিবেচনা করে আগামী সোমবার পর্যন্ত সমস্ত স্তরের জনপ্রতিনিধিদের জেলা পরিষদে না আসার অনুরোধ জানিয়েছেন সভাধিপতি। পাশাপাশি প্রয়োজন মতো কর্মীদের ওয়ার্ক ফর্ম হোম ভিত্তিতে কাজ করার পরামর্শ দিয়েছেন। ভিড় কমাতে ও সংক্রমণ প্রতিরোধের জন্যই এই সিদ্ধান্ত বলে জেলা পরিষদ সূত্রে খবর।
বর্ধমান শহরে যে ভাবে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে, তার থাবা থেকে রেহাই পেল না পূর্ব বর্ধমান জেলা পরিষদও। গত ২৪ ঘন্টায় জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৮৪৫। বর্ধমান শহরেই আক্রান্তের সংখ্যা ২৯৮। জেলায় বেড়ে চলা করোনা সংক্রমণে রাশ টানতে সচেষ্ট প্রশাসন। এই সংক্রমণের জেরে পূর্ব বর্ধমান জেলা পরিষদে আগামী সোমবার পর্যন্ত কোন কর্মাধ্যক্ষ বা পদাধিকারীদের অফিসে না আসার জন্য অনুরোধ করা হয়েছে।
অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কাজল রায় জানিয়েছেন, জেলা পরিষদে ইতিমধ্যেই ৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪ জন অফিসার ও ৩ জন কর্মী রয়েছেন। তাঁদের হোম আইসোলেশনে থাকতে বলা হয়েছে। তাছাড়াও অনেক স্টাফের বাড়ির লোকও আক্রান্ত আছেন। তাঁদেরও অফিসে না আসার জন্য অনুরোধ করা হয়েছে। জেলা পরিষদ গুরুত্বপূর্ণ অফিস, তাই ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ চালানো হচ্ছে। সেই সঙ্গে প্রতিদিনই সম্পূর্ণ অফিসকে স্যানিটাইজ করা হচ্ছে।