কথা ছিল উত্তরাখণ্ড ঘুরে শনিবার দুর্গাপুরের ঝান্ডাবাগ রবীন্দ্রপল্লীতে নিজের বাড়িতে ফিরবেন অবসরপ্রাপ্ত দুর্গাপুর ইস্পাত কারখানার কর্মী সুব্রত ভট্টাচার্য্য ও তাঁর স্ত্রী রুণা ভট্টাচার্য্য। কিন্তু ঘুরতে যাওয়ার নেশাটাই কাল হয়ে দাঁড়ালো ভট্টাচার্য্য দম্পতির কাছে। শনিবার এই দম্পতির কফিন-বন্দি নিথর দেহ ফিরল দুর্গাপুরে।
গত বৃহস্পতিবার লক্ষ্মীপুজোর পরের দিন আসানসোলের একটি পর্যটন সংস্থার তত্ত্বাবধানে উত্তরাখন্ডে ঘুরতে গিয়েছিলেন সুব্রত ভট্টাচার্য্য ও তাঁর স্ত্রী রুণা ভট্টাচার্য্য সহ ৩০ জনের একটি দল। সেই দিন গাড়িতে করে দুর্গাপুর থেকে আসানসোলে পৌঁছে দিয়েছিলেন এক ভাড়ার গাড়ি চালক। শনিবার মৃতদেহর সঙ্গে দুর্গাপুরে আসেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক দুর্গাপুর নগর নিগমের মেয়র দিলীপ অগস্থি সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। ঠিক ২ টো ৫ মিনিটে সুব্রত ভট্টাচার্য ও রুণা ভট্টাচার্যের নিথর দেহ দুর্গাপুরে আসে। তার আগে থেকেই দুর্গাপুরের ঝান্ডাবাগের রবীন্দ্রপল্লীর বাড়িতে প্রচুর মানুষের ভিড় জমে যায়, সুব্রতবাবুর সহকর্মী ও আত্মীয় পরিজনেরা উপস্থিত ছিলেন।