পুরসভার আয় বাড়াতে খরচের খাতায় রাশ টানলেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি। মেয়র পারিষদদের যথেচ্ছ গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত তিনি আগেই নিয়েছিলেন। মেয়র পারিষদদের যথেচ্ছ গাড়ি ব্যবহারে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তটি ১ জানুয়ারি থেকে কার্যকর করলেন মেয়র দিলীপ অগস্তি। কেবলমাত্র যথেচ্ছ গাড়ি ব্যবহারই নয়, গাড়িতে মেয়র-ইন-কাউন্সিল বোর্ডটি সরিয়ে দিয়ে অন ডিউটি বোর্ড ব্যবহারের বিষয়টি কার্যকর করলেন দুর্গাপুর পুরসভার মেয়র দিলীপ অগস্তি।
মেয়রের এই সিদ্ধান্ত নিয়ে দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদরা ক্ষুব্ধ হলেও পুরসভার অনেক কাউন্সিলর সহ সাধারণ মানুষ সাধুবাদ জানান। পুরসভার মেয়র দিলীপ অগস্তি বলেন, ‘আমরা সব সময় পুরসভার খরচ বাঁচাতে চেষ্টা করছি। এই সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। ১ জানুয়ারি থেকে তা কার্যকর হয়।’ এদিকে মেয়রের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে দুর্গাপুর পুরসভার মেয়র পারিষদদের মধ্যে অসন্তোষ শুরু হয়েছে। যথেচ্ছ গাড়ি ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করার পর গাড়িতে মেয়র-ইন-কাউন্সিল বোর্ডের পরিবর্তে অন ডিউটি বোর্ড লাগানোর সিদ্ধান্তে অনেক মেয়র পারিষদই ক্ষুব্ধ বলে জানা গেছে।