বেতন বৃদ্ধির দাবিতে দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের চুক্তি ভিত্তিক সেবাকর্মীরা শনিবার সকালে হাসপাতালের কাজ বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখালেন। দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের মেডিক্যাল ডাইরেক্টরের কার্যালয়ে এদিন হাসপাতালের চুক্তিভিত্তিক ১৮২ জন সেবাকর্মী বেতন বৃদ্ধির দাবিতে বিক্ষোভ দেখান। ফলে শনিবার সাময়িক হলেও দুর্গাপুর ইস্পাত কারখানার মেন হাসপাতালের রোগীদের পরিষেবা ‌ কিছুটা ব্যহত হয়।

যদিও পর্যাপ্ত স্থায়ীকর্মী হাসপাতালে থাকায় রোগীদের পরিষেবায় কোন ছেদ পড়ে নি বলেই দাবি করছে ইস্পাত কারখানার হাসপাতাল কর্তৃপক্ষ। ডিএসপি মেন হাসপাতালের চুক্তিভিত্তিক সেবাকর্মী সুকান্ত গোস্বামীর অভিযোগ, সপ্তম বেতন কমিশন মেনে স্থায়ী কর্মীদের বেতন বাড়ালেও আমাদের মতো চুক্তি ভিত্তিক সেবাকর্মীদের বেতন বৃদ্ধির কথা কেন্দ্রীয় সরকার বিবেচনা করছে না। আমরা সামান্য বেতনে অক্লান্ত পরিশ্রম করছি অথচ পেকমিশনের নিয়ম মেনে আমাদের বেতন বৃদ্ধি হচ্ছে না। সুকান্ত গোস্বামী বলেন, ‘স্বল্প বেতনে আমাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাই আজ আমরা হাসপাতালে মেডিক্যাল ডিরেক্টরের কার্যালয়ে বিক্ষোভ প্রদর্শন করলাম। আমাদের বেতন বৃদ্ধির কথা বিবেচনা না করলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াবো।’

Like Us On Facebook