ঠিকাদার সংস্থার কর্মী ছাঁটাইয়ের প্রতিবাদে ও পুরাতন কর্মীদের পুনর্নিয়োগের দাবিতে দুর্গাপুরে এনআইটি’র গেটে ঠিকা কর্মীরা সোমবার বিক্ষোভ দেখান। বিক্ষোভকারীদের অভিযোগ, এনআইটির বিভিন্ন হোস্টেলে ঠিকাদার সংস্থার অধীনে ৩৭ জন পুরুষ ও ১৯ জন মহিলা গত পনেরো বছর ধরে ঠিকা কর্মী হিসেবে কাজ করছেন। কিন্তু এবছর নতুন ঠিকাদার এনআইটি হোস্টেলের ক্যান্টিনের বরাত পেয়ে ওই সংস্থা ৫৬ জন পুরাতন ঠিকা কর্মীকে বসিয়ে দিয়ে তাদের নিজস্ব কর্মী নিয়োগ করে ক্যান্টিন চালানোর পরিকল্পনা করেছে।
বিক্ষোভরত ঠিকা কর্মীরা বলেন, ‘১৫ বছর ধরে এনআইটিতে কাজ করার পর যদি নতুন ঠিকাদার পুরাতন কর্মীদের ছাঁটাই করে কোম্পানির নিজস্ব কর্মীদের এনআইটিতে নিয়োগ করে তাহলে আমাদের সংসার অচল হয়ে পড়বে।’ জানা গেছে, সোমবার সকাল থেকে এনআইটি গেটে পুরাতন ঠিকা কর্মীরা একজোট হয়ে ক্যান্টিনের দায়িত্বপ্রাপ্ত নতুন সংস্থার কর্মীদের ঢুকতে দেননি। নতুন ঠিকাদার সংস্থার কর্মীরা বলেন, ‘আমাদের সংস্থা দেশের বিভিন্ন নামিদামি সংস্থার সঙ্গে কাজ করছে। দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালেও কাজ করছে আমাদের সংস্থা। এনআইটিতে নতুন বরাত পেয়ে সংস্থা আমাদের এনআইটিতে পোস্টিং করে। কিন্তু আজ সকালে এনআইটিতে কাজে যোগ দিতে গেলে এনআইটিতে কর্মরত পুরাতন কর্মীরা আমাদের এনআইটিতে ঢুকতে বাধা দেন।’ ওই ঠিকাদার সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, ‘আমরা এনআইটির কাছ থেকে বরাত পেয়েছি বিষয়টির নিষ্পত্তি করবে এনআইটি কর্তৃপক্ষ।’