জুলাই মাসের শেষ লগ্নে বর্ষা শুরু হওয়ার পর অজানা জ্বরে আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে দুর্গাপুর মহকুমা জুড়ে। দুর্গাপুরের মহকুমা হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি হাসপাতালে জ্বরে আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা দিন দিন বেড়ে চলছে। বেশিরভাগ ক্ষেত্রে সাধারণ ভাইরাল জ্বর হলেও রবিবার পানাগড় গ্রামের এক গৃহবধূ ১৫ দিন ধরে জ্বরে আক্রান্ত হয়ে অবশেষে অজানা জ্বরে মারা গেলেন।

জানা গেছে, পানাগড় গ্রামের বত্রিশ বছর বয়স্ক গৃহবধূ মামণি নাগ দিন পনেরো আগে জ্বরে আক্রান্ত হয়ে স্থানীয় চিকিৎসককে দেখান। কয়েকদিনের চিকিৎসায় তাঁর অবস্থার উন্নতি না হওয়ায় তাঁকে দুর্গাপুরের বিধাননরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রবিবার মামণি নাগের মৃত্যু হয় বিধান নগরের ওই বেসরকারি হাসপাতালে। এই ঘটনায় গ্রামে শোকের ছায়া নেমে আসে। জ্বরে মামণিদেবীর মৃত্যুর পর পানাগড় গ্রামে ডেঙ্গির আতঙ্ক ছড়িয়েছে বলে জানা গেছে।

Like Us On Facebook