দুর্গাপুর পৌরসভা ভোটে কংগ্রেস ও বামফ্রন্টের জোট নিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্য্যকান্ত মিশ্র দুর্গাপুরে এসে শনিবার জোট জল্পনার অবসান ঘটিয়ে একলা চলার কথা ঘোষণা করে বামফ্রন্টের ইস্তাহারের সঙ্গে প্রার্থী তালিকাও প্রকাশ করে দেওয়ায় দুর্গাপুর শিল্পাঞ্চলের কংগ্রেস নেতৃত্ব ক্ষুব্ধ হয়ে আসন্ন পৌরসভা ভোটে কংগ্রেসও ৪৩ আসনে প্রার্থী দিতে একলা চলার কথা ঘোষণা করে দেয় শনিবার। দুর্গাপুর শিল্পাঞ্চল কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তীর অভিযোগ, জোট নিয়ে রবিবার দুপুরে বামফ্রন্ট ও কংগ্রেসের মধ্যে আসন রফা হওয়ার কথা ছিল কিন্তু তার আগেই শনিবার যে ভাবে সিপিএমের রাজ্যসম্পাদক ৩২ ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থীতালিকা কংগ্রেস নেতৃত্বকে না জানিয়ে প্রকাশ করে দিল, এর পর আর দুর্গাপুর পুরভোটে জোট সম্ভব নয়। দেবেশ বাবু বলেন, ‘কংগ্রেস কারোর দয়ার পাত্র নয়, কংগ্রেস তার নিজের ক্ষমতায় আসন্ন পৌরভোটে একলাই লড়াই করবে বলে দাবি করেন দেবেশবাবু এদিন।’ কংগ্রেসের দুর্গাপুর শিল্পাঞ্চল সভাপতি কয়েকদিনের মধ্যেই কংগ্রেসের ৪৩ ওয়ার্ডের প্রার্থী তালিকা তারা প্রকাশ করবে বলে জানায়। গত বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও বামফ্রন্ট জোট করে অভাবনীয় সাফল্য পাওয়ার পর গত দেড়বছর ধরে শিল্প শহর দুর্গাপুর বাঁচাতে বিভিন্ন বিক্ষোভ সভা মিটিং মিছিল সহ একসাথে চলার পর কেবল মাত্র কংগ্রেস বিধায়কের দলবদলের আশঙ্কায় বিশ্বাস ভঙ্গে বামফ্রন্টের স্বপ্ন ভঙ্গ হওয়ায় অবশেষে দুর্গাপুর পৌরভোটে জোটের মধুচন্দ্রিমা ভঙ্গ হল বলে ওয়াকিবহাল মহল মনে করছে।

Like Us On Facebook