ইসিএলে কাজ করা ২২৫৪ জন অস্থায়ী নিরাপত্তারক্ষীকে ইসিএল ১ জুলাই ছাঁটাই করে। চুক্তি পুনর্নবীকরণ না হওয়ার ফলে বেকার হয়ে পড়েন ইসিএলের ওই বেসরকারি নিরাপত্তা কর্মীরা। কাজ ফিরে পেতে বিভিন্ন জায়গায় দরবার করে কোন ফল না হওয়ায় রাজু মাহাতো নামে এক ছাঁটাই হওয়া নিরাপত্তারক্ষী মানসিক অবসাদে ভুগছিল। রাজু জেকে রোপ ওয়েতে নিরাপত্তারক্ষী ছিল। কিন্ত কাজ চলে যাওয়ায় পর থেকেই মানসিক অবসাদে রাজুর রক্তচাপ বেড়ে যাওয়ায় অসুস্থ হয়ে পড়লে শুক্রবার রাতে আসানসোল জেলা হাসপাতালে রাজুর মৃত্যু হয়। এই খবর চাউর হতেই ইসিএলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে সমস্ত ছাঁটাই হওয়া কর্মীরা একত্রিত হয়ে ইসিএলের কাজোড়া এরিয়ার জেনারেল ম্যানেজারের অফিসের সামনে রাজুর মৃতদেহ নিয়ে আর্থিক ক্ষতিপূরণের ও ছাঁটাই হওয়া কর্মীদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ দেখায়।

Like Us On Facebook