রি-অ্যাডমিশন ফি নিয়ে বিবাদের জেরে সোমবার সকাল থেকে গভীর রাত পর্যন্ত অভিভাবক ও ছাত্রীদের বিক্ষোভে উত্তাল হয় দুর্গাপুরের বিধানচন্দ্র ইনস্টিটিউশন ফর গার্লস স্কুল চত্ত্বর। স্কুলের প্রিন্সিপ্যাল এবং শিক্ষিকাদের আটকে রেখে সোমবার গভীর রাত পর্যন্ত অভিভাবক ও পড়ুয়ারা স্কুলের সামনে অবস্থান বিক্ষোভ করেন। স্কুল কর্তৃপক্ষ রি-অ্যাডমিশন ফি নেওয়ার দাবিতে যেমন অনড় মনোভাব দেখায় তেমনই পড়ুয়া অভিভাবকরাও অনড় মনোভাব দেখান ফি না দেওয়ার দাবিতে। শেষমেষ দু’পক্ষের অনড় মনোভাবে সোমবার গভীর রাত পর্যন্ত চরম অচলাবস্থা সৃষ্টি হয় স্কুল চত্ত্বরে। রাতে দুর্গাপুর মহকুমা প্রশাসনের হস্তক্ষেপে স্কুলের শিক্ষিকারা ছাড়া পান। তেমনই পড়ুয়ারাও অবস্থান বিক্ষোভ তুলে নেয়।
মঙ্গলবার দুপুরে এই ঘটনার নিষ্পত্তি করতে দুর্গাপুরের মহকুমাশাসক কার্যালয়ে অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষ এবং দুর্গাপুর মহকুমাশাসকের মধ্যে ত্রিপাক্ষিক এক বৈঠক হয়। জানা গেছে, বৈঠকে মহকুমাশাসক অর্ঘ প্রসূন কাজী দু’পক্ষের কথা শুনে মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে চলার নির্দেশ দেন স্কুল কর্তৃপক্ষকে। স্কুল কর্তৃপক্ষ এই বিষয়ে স্কুলের পরিচালন কমিটির সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন বলে মহকুমাশাসককে জানান বলে জানা গেছে।
দুর্গাপুরের অভিভাবক ফোরামের সম্পাদক সৌমিত্র রায় বলেন, ‘মহকুমাশাসক মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে স্কুলে পড়ুয়াদের ফর্ম পূরণ করতে দিতে বলেছেন। স্কুল কর্তৃপক্ষ এটা করতে দিতে বাধ্য। আবার হাইকোর্ট যদি ফিস বাড়ানোর জন্য নতুন কোন নির্দেশ দেন তাহলে আমরা সে ক্ষেত্রে বর্ধিত ফি তখন দেব। কিন্তু এখন হাই কোর্ট ফিস নিয়ে যা রায় দিয়েছেন সেই অনুযায়ী আমরা ফি দেব স্কুলকে।