৩ সেপ্টেম্বর রাতে দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকের শ্যাম ফেরো অ্যালয় কারখানায় কর্মরত অবস্থায় দুর্ঘটনায় মারা যান কারখানার শ্রমিক যোগেন্দ্র সাউ। শুক্রবার যোগেন্দ্রর পরিবারের হাতে সাত লাখ টাকার চেক তুলে দেওয়া হল।
এদিন এক অনুষ্ঠানে মৃত যোগেন্দ্রর পরিবারের হাতে কারখানা কর্তৃপক্ষের দেওয়া ক্ষতিপূরণের সাত লাখ টাকার চেক তুলে দিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি তথা বিধায়ক বিশ্বনাথ পাড়িয়াল। এছাড়া এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর স্বরূপ মন্ডল ও কাউন্সিলর আলো সাঁতরা, মেয়র পরিষদ ধর্মেন্দ্র যাদব ও কারখানার আধিকারিকরা সহ অন্যান্যরা।
উল্লেখ্য, ৩ সেপ্টেম্বর দুর্গাপুরের অঙ্গদপুর শিল্পতালুকের শ্যাম ফেরো অ্যালয় কারখানার শ্রমিক যোগেন্দ্র সাউ কারখানায় কাজ করার সময় তাঁর গায়ে হঠাৎই প্রায় এক টন চুনের বস্তা পড়ে যায়। তিনি চুনের বস্তার নীচে চাপা পড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। যোগেন্দ্র সাউ দুর্গাপুরের কোকওভেন থানা এলাকার বাসিন্দা ছিলেন। তাঁর মৃত্যুর ফলে চরম সমস্যায় পড়ে তাঁর পরিবার। পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির সভাপতি বিশ্বনাথ পাড়িয়ালের নেতৃত্বে সংগঠনের নেতারা কারখানা কর্তৃপক্ষের কাছে দ্রুত ক্ষতিপূরণের জন্য আবেদন করেছিলেন। আইএনটিটিইউসি নেতৃত্বের আবেদনে সাড়া দিয়ে কারখানা কর্তৃপক্ষও এক মাসের মধ্যেই ক্ষতিপূরণের চেক দিয়ে দেয় মৃত শ্রমিকের পরিবারকে।