এক বৌমার শ্বাশুড়িকে নির্মম ভাবে মারধরের ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ঘটনায় দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে বৌমাকে চরম শাস্তির দাবিতে সোচ্চার হলেন সুশীল সমাজ।

দুর্গাপুর ইস্পাত নগরীর বি-জোনের বাসিন্দা মুক্তারানী মিত্র ছেলে আশিষ মিত্রের গত ১৪ বছর আগে বিয়ে দেন। অভিযোগ, গত বেশ কয়েক বছর ধরেই ওই বৌমা স্বামী ও শ্বাশুড়ির উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছে আইনের ভয় দেখিয়ে। বর্তমানে মুক্তারানীদেবীর উপর সাধের বৌমার অত‍্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছিল। পাড়া প্রতিবেশীদেরও এই ঘটনা দেখতে দেখতে সহ‍্যের মাত্রা ছাড়িয়েছিল। ২৫ সেপ্টেম্বর বাড়িতে স্বামী আশিষ মিত্রের উপস্থিতিতেই শ্বাশুড়ি মুক্তারানীদেবীর উপর বৌমার অত‍্যাচার ঘরের চৌকাঠ পেরিয়ে বাড়ির বাইরে আসতেই মুক্তারানীদেবীর কোন শুভাকাঙ্ক্ষী শ্বাশুড়ির উপর বৌমার অমানবিক নির্যাতনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দিতেই সেই ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায়। মুক্তারানীদেবীর পাড়া ছাড়িয়ে শিল্পাঞ্চলের পরিচিত অপরিচিত অনেক মুখই দজ্জাল বৌমার চরম শাস্তি চেয়ে সোচ্চার হলেন সোশ্যাল মিডিয়ায়। মুক্তারানীদেবীর অসহায় ছেলেও এখন স্ত্রীর শাস্তি চেয়ে স্ত্রীর অত‍্যাচার থেকে মুক্তি চান।

Like Us On Facebook