কেন্দ্রীয় সরকারের কমার্শিয়াল মাইনিং-এর নীতির বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন গুলি একযোগে টানা তিন দিন কয়লা শিল্পে ধর্মঘটের ডাক দিয়েছে। বৃহস্পতিবার ধর্মঘটের প্রথম দিনেই উত্তেজনা ছড়ালো লাউদোহার ফরিদপুর থানার অন্তর্গত ইসিএলের ঝাঁজরা প্রজেক্টে। সকাল আটটা থেকে ধর্মঘটের সমর্থনে জমায়েত করে সিটু, বিএমএস, এইচএমএস, ইনটাক ও এআইটিইউসি শ্রমিক সংগঠনের সমর্থকরা। ধর্মঘটের বিরোধিতায় পাল্টা জমায়েত করে আইএনটিটিইউসি অনুমোদিত কেকেএসসি শ্রমিক সংগঠনের সদস্যরা। বচসা থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষের সদস্যরা।
ধর্মঘটের সমর্থকরা এদিন কোলিয়ারি বন্ধের পাশাপাশি পরিবহণের বেশ কিছু গাড়ির রাস্তা আটকায়। অভিযোগ, ইসিএল কর্তৃপক্ষ নিয়ম নীতি না মেনেই ওভারলোডিং গাড়ি রাস্তায় চলাচল করাচ্ছে। যার ফলে নিত্যদিন দুর্ঘটনা ঘটছে। ধর্মঘটীরা ওই গাড়ি গুলি আটকে বিক্ষোভ দেখতে থাকলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পাঁচজন ট্রেড ইউনিয়ন নেতাকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ধর্মঘটে সামিল ট্রেড ইউনিয়ন কর্মীরা থানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। ঘটনাস্থলে আসেন সিপিএমের প্রাক্তন বিধায়ক গৌরাঙ্গ চ্যাটার্জী। তিনি অবিলম্বে আটক ট্রেড ইউনিয়ন নেতাদের বিনা শর্তে ছেড়ে দেওয়ার জন্য আবেদন জানান। অবশেষে পুলিশ আটক ট্রেড ইউনিয়ন নেতাদের বিনা শর্তে ছেড়ে দেয়।