বৃহস্পতিবার সকালে এক বায়ুসেনা আধিকারিকের মৃতদেহ উদ্ধার হল কাঁকসায়। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায় বৃহস্পতিবার সকালে। জানা গেছে, ওই বায়ুসেনা আধিকারিকের নাম আশীষ কুমার। গত জানুয়ারি মাস থেকে তিনি কাঁকসা হাটতলা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন বলে জানান বাড়ির মালিক। তিনি একাই থাকতেন। আশীষবাবু পানাগড় এয়ারফোর্স স্টেশনে কর্মরত ছিলেন বলে জানান ভাড়া বাড়ির মালিক।

জানা গেছে, বুধবার থেকে তিনি তাঁর ডিউটিতে না যাওয়ায় বায়ুসেনার পক্ষ থেকে তাঁর সাথে ফোনে যোগাযোগ স্থাপন না করতে পারায় বাড়ির মালিক পরেশনাথ ঘোষের সাথে যোগাযোগ করা হয়। এরপর বাড়ির কাঁচের জানালা ভেঙে ওই বায়ুসেনা আধিকারিকের অচৈতন্য দেহ বাথরুম থেকে উদ্ধার করে পুলিশ ও বায়ুসেনা আধিকারিকেরা। স্থানীয় হাসপাতালে তাঁর দেহ নিয়ে গেল চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বায়ুসেনার এই আধিকারিকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রহস্য দেখা দিয়েছে। যদিও পুলিশ বা পানাগড় বায়ুসেনার আধিকারিকরা কিছু বলতে অস্বীকার করেন।

Like Us On Facebook