দুর্গাপুরের ভিরিঙ্গি মোড় সংলগ্ন একটি শপিং মলে অতিরিক্ত সময় ধরে কাজ করানো সহ মানসিক হেনস্থার জেরে আত্মহত্যা করেন মলের এক ম্যানেজার তথা দুর্গাপুরের ১৪ নম্বর ওয়ার্ডের নতুনপল্লী এলাকার বাসিন্দা দিবাকর মহন্ত, এমনই অভিযোগ তুলে কাজ বন্ধ করে শপিং মলের বাইরে মৃতদেহ রেখে বিক্ষোভে সামিল হন কর্মীরা।
অভিযোগ, ছুটির দিনেও জোর করে কাজ করানো হত। ক্ষতিপূরণের দাবিতে শপিং মলের সামনে মৃতদেহ রেখে তুমুল বিক্ষোভ শুরু করেন মৃতের সহকর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দুর্গাপুর থানার ফরিদপুর ফাঁড়ির পুলিশ। অভিযোগ অস্বীকার করে স্টোর ম্যানেজার অ্যসলে ভর্গেশ বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটা সত্যিই মর্মান্তিক। ম্যানেজমেন্ট কোন চাপ দেয়নি। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই শপিং মল চত্বরে।
Like Us On Facebook