শিবরাত্রি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই কাঁকসার রাঢ়েশ্বর শিব মন্দিরে ভিড় জমান এলাকার মানুষ। এদিন সকাল থেকেই শিবের মাথায় জল ঢালেন বহু ভক্ত। প্রতিবছরই প্রাচীন এই মন্দিরে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো। কাঁকসার বামুনারা এলাকার বহু প্রাচীন এই মন্দিরে মঙ্গলবার সকাল থেকে ভক্তদের ভিড় চোখে পড়লেও বেলা যত বাড়ে ততই উপচে পড়ে ভক্তদের ভিড়। মন্দিরে শিবের মাথায় জল ঢালার জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে থাকেন ভক্তরা। কাঁকসার বাসিন্দারা ছাড়াও পশ্চিম বর্ধমান জেলা সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে প্রাচীন এই মন্দিরে ভিড় জমান ভক্তরা। মন্দির চত্ত্বরে কাঁকসা থানার পুলিশের আঁটোসাঁটো নিরাপত্তা ছিল। ভক্তদের প্রচন্ড ভিড়ের জেরে যানজট দেখা দেয় এলাকায়। ভক্তরা শিবের মাথায় জল ঢালার পাশাপাশি বিভিন্ন মানত করেন। কথিত আছে মানত করলে বাবা ভক্তের মনের ইচ্ছা পূরণ করেন। এছাড়াও প্রতি বছরের মত এবারও শিবরাত্রি উপলক্ষে বসেছে মেলা।



Like Us On Facebook