দুর্গাপুর পৌর নির্বাচনের পূর্বে শাসক দলের বিড়ম্বনার শেষ নেই। দলের টিকিট না পেয়ে শাসক দল তৃণমূল কংগ্রেসের বেশ কয়েক জন সদ্য প্রাক্তন কাউন্সিলর ও নেতা কর্মী দলের শীর্ষ নেতৃত্বের একাংশের বিরুদ্ধে বিদ্রোহ ও বিক্ষুব্ধ নির্দল প্রার্থী বির্তকের মধ্যেই শনিবার ফের নয়া বির্তকে জড়াল শাসক দলের এক হেভিওয়েট প্রার্থী। ২১ জুলাই তৃণমূলের অন্যান্য প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিলেও ১১ নং ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের প্রার্থী তথা প্রাক্তন আমলা দিলীপ অগস্তি মনোনয়ন পত্র জমা দিতে দুর্গাপুর মহকুমাশাসক অফিসে আসেন শনিবার।
শাসক দলের প্রার্থীর মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে দলের অনুগত কর্মীদের সঙ্গে মিছিলে পা মেলান কুখ্যাত কয়লা মাফিয়া উৎপল রায়। শুধু শাসকদলের মিছিলে প্রার্থীকে বিজয়ী করতে পা মেলানোই নয়, কুখ্যাত ওই কয়লা মাফিয়া উৎপল রায়কে বিভিন্ন সময় প্রশাসনিক ভবন চত্বরে প্রার্থী দিলীপ অগস্তির ছায়াসঙ্গী হিসাবেও দেখা যায়। তাছাড়া কয়লা মাফিয়া উৎপল রায়কে দুর্গাপুর প্রশাসনিক ভবন চত্বরে শনিবার তৃণমূল কংগ্রেসের দুর্গাপুর পৌরসভা নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত তথা আসানসোল পৌরসভার মেয়র জীতেন্দ্র তেওয়ারির অনুগামীদের বলয়ের মধ্যেও দেখা যায়।
জানা গেছে, কয়েক মাস আগে দুর্গাপুরের বেনাচিতির মহিস্কাপুর প্লটের একটি ভবন থেকে পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু আগ্নেয়াস্ত্র, তরোয়াল সহ হকি স্টিক উদ্ধার করে। ওই সব অস্ত্র মজুত করা ও এলাকায় ষড়যন্ত্র করার দায়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তারা কুখ্যাত কয়লা মাফিয়া উৎপল রায়কে গ্রেপ্তার করে। তাছাড়া বিভিন্ন সমাজবিরোধী কাজের অভিযোগ রয়েছে এই কয়লা মাফিয়ার বিরুদ্ধে। দুর্গাপুর পৌর সভায় ফের ক্ষমতায় আসতে মানুষের মন জয়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন দিলীপ অগস্তির মত একজন আমলাকে প্রার্থী করেছে, আর তাঁর মনোনয়ন পত্র জমা দেওয়ার মিছিলে একজন কুখ্যাত কয়লা মাফিয়ার উপস্থিতি এবং প্রার্থীর সঙ্গে এক ফ্রেমে ছবি দেখে শাসকদলের বিরুদ্ধে নতুন বির্তকের সৃষ্টি হওয়ায় ওয়াকিবহাল মহল মনে করছে নির্বাচনের প্রাক মুহুর্তে শাসক দলকে এই নতুন বির্তক বেশ অস্বস্তিতে ফেলল।