ফের দুই গাড়ির রেষারেষির বলি হল এক মহিলা। ৬০ নং জাতীয় সড়কে জামুড়িয়া থানার তপসী গ্রাম মোড়ের ঘটনা। উত্তেজিত জনতা ঘাতক গাড়ি দুটিতে ভাঙচুর করে। ঘটনার পার এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের দাবি, শনিবার সকাল ৯টা ৩০ মিনিট নাগাদ মামণি বাউরি সহ পাঁচ মহিলা প্রগতি ফ্যাক্টরির সামনে ৬০ নং জাতীয় সড়ক পারাপার করার জন্য দাঁড়িয়ে ছিলেন। সেই সময় রানীগঞ্জের দিক থেকে একটি ট্রাক ও ছোট হাতি গাড়ি দ্রুতগতিতে রেষারেষি করে আসছিল। ট্রাকটি ছোট হাতি গাড়িটিকে ধাক্কা মারলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে নেমে যায় এবং রাস্তা পারাপার করার জন্য দাঁড়িয়ে থাকা মামণি বাউরি সহ ৫ মহিলার দিকে চলে আসে। ৪ মহিলা সরে যেতে সক্ষম হলেও মামণি সরতে না পারায় মামণিকে ধাক্কা মেরে প্রায় ৫০ ফুট টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে নির্মীয়মাণ একটি দেওয়ালে গিয়ে ধাক্কা মারে ছোট হাতি গাড়িটি। ঘটনাস্থলেই মামণি বাউরি (২৪) মারা যান়। এর পর উত্তেজিত জনতা ঘাতক গাড়ি দুটিতে ব্যাপক ভাঙচুর চালায় এবং জাতীয় সড়ক অবরোধ করে। প্রায় দু’ঘন্টা অবরুদ্ধ থাকার পর পুলিশ ঘটনাস্থলে এসে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করে।
Like Us On Facebook